ফের বাংলা সাহিত্য জায়গা করে নিতে চলেছে বড় পর্দায়। রাজকুমার মৈত্রের 'বগলামামা'কে (Bagala Mama) এবার পর্দায় আনছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। আশির দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে 'বগলামামা' টলিপাড়ার হাসির রাজা খরাজ মুখোপাধ্যায়। বগলা মামার ধ্যান জ্ঞান হল থিয়েটার। পেটে খিল ধরানো মজার এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবি।
তাঁর সঙ্গে ছায়াসঙ্গীর মতো রয়েছেন ৫ শাগরেদ। ট্রেলারের শেষে এক বিশেষ চ্যালেঞ্জ ছুঁড়েছেন বগলাচরণ ভট্টাচার্য। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন রজতাভ, জিৎ সুন্দর, অপরাজিতা আঢ্য, দিতিপ্রিয়া রায়রা। সব বয়সের মানুষ একসঙ্গে বসে এই ছবি দেখতে পারবে। হাসি, মজা, পারিবারিক আবেগ সবই এই ছবিতে পাবে দর্শক।