টলিপাড়ায় জোর গুঞ্জন, অভিনয়ে কামব্যাক করছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) । একদিকে গান, অন্যদিকে রাজনীতি । ব্যস্ত শিডিউলের মধ্যেও ফের তাঁর পুরানো সত্ত্বাকে ফিরিয়ে আনতে তৈরি বাবুল । ২০০৭ সালে তরুণ মজুমদারের 'চাঁদের বাড়ি' সিনেমায় নায়ক হয়েছিলেন তিনি । প্রায় ১৪ বছর পর আবারও ফিরছেন অভিনয়ে । তবে এবার ছোটপর্দায় (Television) । শোনা যাচ্ছে একটি ধারাবাহিকে (Serial) মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে ।
ক্যামেরার সামনে গায়ক-রাজনীতিককে নিয়ে আসার নেপথ্যে রয়েছেন ‘বন্ধু’ রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। স্টার জলসায় একটি নতুন ধারাবাহিক প্রযোজনা করতে চলেছেন বিধায়ক-পরিচালক । বাবুলের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়কে (Debchandrima Singha Roy) । যদিও এব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ রাজ চক্রবর্তী ।
আরও পড়ুন, Tollywood : এক ব্রাত্য মানুষের হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠার গল্প বলতে বড় পর্দায় আসছে 'গু কাকু'
জানা গিয়েছে, অসমবয়সী প্রেমের গল্প নিয়েই তৈরি হচ্ছে এই ধারাবাহিকের চিত্রনাট্য । ইতিমধ্যে ধারাবাহিকের নায়ক-নায়িকার লুক টেস্টও নাকি হয়ে গিয়েছে । সব ঠিক থাকলে খুব তাড়াতাড়িই শুরু হবে ধারাবাহিকের শ্যুটিং । আপাতত, টেলিভিশনের পর্দায় বাবুলকে নতুন ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুরাগীরা ।