এই মুহূর্তে মলদ্বীপ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। মলদ্বীপের মতো কেন, লাক্ষাদ্বীপের জনপ্রিয়তা নেই তা নিয়েও সুর চড়াচ্ছেন দেশের তারকারা। এই আবহেই, ২০১৮ সালে লাক্ষাদ্বীপে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
অভিনেত্রী জানিয়েছিলেন, ২০১৮ সালেই তিনি লাক্ষাদ্বীপ ঘুরে এসেছিলেন।অন্যদিকে আবার, এই আবহেই নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে লাক্ষাদ্বীপের ছবি শেয়ার করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও। একসময় রাহুল, সন্দীপ্তার প্রেমের গুঞ্জনও চাউর হয়েছিল, আর তা থেকেই দুয়ে দুয়ে চার করেছেন অনেকে ,কেউ কেউ বলছেন একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তাঁরা।
Rashid Khan Passes away : শাস্ত্রীয় সঙ্গীতজগতে নক্ষত্রপতন, প্রয়াত উস্তাদ রশিদ খান
এদিকে দুজনের জীবনেই হয়েছে বিরাট পালাবদল। গত বছরেই বিচ্ছেদ ভুলে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন রাহুল প্রিয়াঙ্কা। আর সন্দীপ্তা বছরের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। লাক্ষাদ্বীপ যাওয়া প্রসঙ্গে দুই তারকার কেউই খোলেননি মুখ।