ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra), ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে ঊর্মি চরিত্রে সাবলীল অভিনয় দিয়ে সকলের মন কেড়েছিলেন অভিনেত্রী। দর্শকদের কার্যত ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি। এবার ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পসার জমাতে চলেছেন অন্বেষা। মৈনাক ভৈমিকের ছবি ‘চিনি ২’ দিয়েই টলিউডে পা রাখতে চলেছেন তিনি।
Swastika Mukherjee: ছবি বিকৃত করার হুমকি, স্বস্তিকা মুখোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ প্রযোজকের বিরুদ্ধে
ছবিতে মুখ্য চরিত্রে আগের বারের মতোই অভিনয় করছেন মধুমিতা সরকার এবং অপরাজিতা আঢ্য। তাহলে অন্বেষা কোন চরিত্রে? তবে এই প্রসঙ্গে আপাতত মুখে কুলুপ এঁটেছেন পর্দার ঊর্মি। তিনি কেবল জানিয়েছেন, চরিত্রের নাম এখনই খোলসা করে বলতে নারাজ তিনি। অভিনেত্রী জানান, এসভিএফের তরফে সরাসরিই যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। চিনি ২- এর টিমের সঙ্গে কাজ করতে পেরে তিনি কৃতজ্ঞ এমনটাও জানিয়েছেন অন্বেষা।