প্রথম স্থান দখলের লড়াই এতদিন পর্যন্ত চলত সূর্য-দীপা এবং জগদ্বাত্রীর মধ্যে। গত সপ্তাহে সকলকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল ‘গৌরী এলো’, কিন্তু এই সপ্তাহে আর নিজের জায়গা ধরে রাখতে পারল না ‘গৌরী’। এই সপ্তাহে ৮.১ নম্বর পেয়ে প্রথম স্থানে অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় স্থানে ‘গৌরী এলো’ , প্রাপ্ত নম্বর ৭.৭। এই সপ্তাহে তুলনামূলক ফল খারাপ জগদ্বাত্রীর। তৃতীয় স্থানে এই মেগার প্রাপ্ত নম্বর ৭.৩। চতুর্থে দত্ত বাড়ির সৃজন পর্ণা , অর্থাৎ ‘নিম ফুলের মধু’। পাঁচ নম্বরে ‘পঞ্চমী’।
Solanki Roy : রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ থেকে সরলেন শোলাঙ্কি, নতুন নায়িকা কে ?
আইপিএল শেষ হতেই ফের মেগাগুলিতে চোখ রাখছেন দর্শকরা। এই সপ্তাহেই শেষ ‘মিঠাই’ এর সম্প্রচার। শুরু হয়েছে নতুন ধারাবাহিক তুঁতে। জগদ্বাত্রীর সঙ্গে লড়বে অভিনেত্রী দ্বিপান্বিতার এই ধারাবাহিক।