ক্রিকেটের মহাযজ্ঞ শুরু হতেই সিরিয়ালের থেকে মুখ ফিরিয়েছে বাঙালি। বৃহস্পতিবার মানেই রেজাল্ট বেরোনোর দিন। প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। তবে সকলের নম্বরই তুলনায় কম এসেছে। এই সপ্তাহেও প্রথম স্থানে 'অনুরাগের ছোঁয়া', এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৫ ।
হাড্ডাহাডি লড়াই চলছে জগদ্ধাত্রী এবং ফুলকির মধ্যে। ৭.৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে এই দুই ধারাবাহিক। তৃতীয় স্থানে 'নিম ফুলের মধু' ধারাবাহিক। নতুনদের মধ্যে দর্শকদের মন জয় করতে পেরেছে অপরাজিতার নতুন ধারাবাহিক 'জল থৈ থৈ ভালবাসা'। এছাড়া -
চতুর্থ- সন্ধ্যাতারা / কার কাছে কই মনের কথা (৭.২)
পঞ্চম- হরগৌরী পাইস হোটেল (৬.৮)