‘এত প্রেম কাছে এসে এল না’
অনুপমের রায়ের গানে সদ্য প্রেমে পড়া প্রেমিক প্রেমিকারা নতুন জীবনের স্বপ্ন দেখার রসদ খুঁজে পায় যেমন, তেমনই সদ্য ভাঙা প্রেমেও তাঁর গানে বালিশ ভেজে। হয়ত জীবনে এত ওঠাপড়াই তাঁর কলমের শক্তি।
অনুপম তো বলেইছেন। ‘যে আমাকে বাসবে ভাল তার আকাশে উড়ি ‘, তাই যখন অনুপম পিয়া দুজনেই বুঝেছিলেন ভালবাসায় একটু খামতি থেকে যাচ্ছে, ‘গুড টার্মে’ সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন তাঁরা। অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পরমব্রতকে। ২৭ নভেম্বরই বিবাহ বন্ধনে আবদ্ধ হন পিয়া পরম।
অনুপম পিয়া কাছে এসেছিলেন গানের সূত্রে। দীর্ঘদিনের প্রেম , তারপর ৬ বছরের দাম্পত্য , ২০২১৫ সালের ৬ ডিসেম্বর সাতপাকে বাধা পড়েছিলেন পিয়া অনুপম। একসঙ্গে গানবাজনাও করতেন জুটিতে। পিয়ার গাওয়া একটি জনপ্রিয় গান ‘তোমার ভিতর থেকে’! গানটির সুরও অনুপমেরই। এই গানটা প্রথম ব্যবহার হয়েছিল দেবেশ চট্টোপাধ্যায়ের ‘বিকেলে ভোরের সর্ষে ফুল’ নাটকে। এক সঙ্গে অনেক সমাজসেবামূলক কাজও করেছিলেন তাঁরা। আসলে থেকে যায় তো এই ভাল মুহূর্ত গুলোই।
Rudranil -Parambrata: পরমের জীবনে 'হাওয়া বদল', বন্ধুর ছিমছাম বিয়ে নিয়ে কী বার্তা রুদ্রনীলের?
নিজেদের বিচ্ছেদের খবর ট্যুইটারে জানিয়েছিলেন অনুপম। বিচ্ছেদের পর যেমন নিজেরা একে অন্যের বিরুদ্ধে কাঁদা ছোড়েননি তাঁরা, বরং বলেছিলেন বন্ধু হয়ে থাকবেন।