অনুপম-অরিজিৎ -এর ‘বাউন্ডুলে ঘুড়ি’ এখনও সকলের মুখে মুখে ফিরছে। বাঙালিদের কাছে এই দুই গায়কই আবেগ। এবার একই ফ্রেমে বন্দি হলেন তাঁরা। শীত উপেক্ষা করেই, জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়িতে গিয়ে হাজির হলেন অনুপম রায় (Anupam Roy), সেখান থেকে পোস্ট করলেন ছবিও। অনুপম লিখেছেন- “মনের মানুষ।”
Rakhi Gulzar-Phuchka: 'টক দিয়ে বানাও', ভিক্টোরিয়ার সামনে শুটিং-এর ফাঁকে ফুচকায় কামড় রাখি গুলজারের
দুই প্রিয় গায়ককে একসঙ্গে দেখেই যারপরনাই খুশি অনুরাগীরাও। সকলের একটাই প্রশ্ন তাহলে কি আবার কোনও নতুন গান আসছে? আসলে বিষয়টা তা ঠিক নয় , জানা গিয়েছে মুর্শিদাবাদে শো ছিল অনুপমের। সেই খবর পেয়েছিলেন অরিজিৎ। শো শেষে, তাই বন্ধুকে ডিনারে ডেকেছিলেন জিয়াগঞ্জের বাড়িতে। হাড় কাঁপানো শীতে গোটা টিম নিয়েই বন্ধুর বাড়িতে হাজির হয়েছিলেন অনুপম।