নাম নয় ইজ্জত চাই । মহালয়ার সকালে ভক্তদের রীতিমতো চমকে দিলেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। ছবির নাম আগেই ঘোষণা হয়েছিল। দেবী পক্ষের সকালে প্রকাশ্যে এল অ্যাকশনে ভরপুর 'মির্জা' (Mirza) ছবির টিজার।
টিজারের শুরুতেই শোনা যায় গোলাগুলির শব্দ । তারপর একে একে ভেসে উঠল কিছু হাড় হিম দৃশ্য । একে একে দেখা গেল রক্তমাখা চশমা, মাদক দ্রব্য, সঙ্গে একদল কচিকাঁচা । যাদের চোখে আগুন। এরপরেই মির্জার এন্ট্রি । চোখে গাঢ় কাজল, অ্যাভিয়েটর ফ্রেমের চশমা, মুখভর্তি দাড়ি গোঁফ... ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশের উপর বসে রয়েছেন অঙ্কুশ । দৃঢ় কণ্ঠে তাঁকে বলতে শোনা গেল, 'নাম নয় ইজ্জত চাই'।
আরও পড়ুন - ঝগড়া মিটে গিয়েছে, মহালয়ায় ফের একই মঞ্চে সলমন-অরিজিৎ
মির্জার টিজার স্পষ্টই বুঝিয়ে দিচ্ছে, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স ও বিগ স্ক্রিন প্রোডাকশন নিবেদিত এই ছবিতে অন্ধকার জগতের বেতাজ বাতশা রূপে দেখা যাবে অভিনেতাকে । সুমিত ও সাহিল পরিচালিত 'মির্জা' আসছে ২০২৪ সালে । ছবির টিজারটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ । তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।