শেষ হল অঙ্কুশ-ঐন্দ্রিলার(Ankush-Oindrila) আগামী ছবি 'লভ ম্যারেজের'(Love Marriage) শুটিং । শুটিং শেষের পর মঙ্গলবার কেক কেটে সেলিব্রেশন করলেন ছবির কলাকুশলীরা । কেক কাটার একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অঙ্কুশ হাজরা ।
মঙ্গলবার শুটিং শেষের পর একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অঙ্কুশ । ভিডিয়োতে দেখা যাচ্ছে লভ ম্যারেজ ছবির সদস্যরা উপস্থিত রয়েছেন নন্দন(Nandan) চত্বরে । সেখানেই কেক কাটার আয়োজন করা হয়েছে । রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য থেকে শুরু করে অঙ্কুশ, ঐন্দ্রিলা, ছবির পরিচালক উপস্থিত ছিলেন সেখানে । ছবির কলাকুশলীদের কেক কাটার পর্ব দেখতে ভিড় জমান সাধারণ মানুষও । ভিডিয়োতে কেক কাটার পাশাপাশি পরিচালকের সঙ্গে অঙ্কুশ-ঐন্দ্রিলার খুনসুটিও চোখে পড়বে ।
'ম্যাজিক' ছবির পর ফের 'লভ ম্যারেজ'-এ দেখা যাবে রিয়েল লাইফ জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে । ছবির পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী । ২০২২-এ বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি ।