অঙ্কুশের প্রযোজনায় প্রথম সিনেমা । তার উপর মির্জার ফার্স্ট লুক টিজার দর্শকদের আশা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে । কিছুদিন আগেই অঙ্কুশ জানিয়েছিলেন, ছবি মুক্তির দিন খুব শীঘ্রই ঘোষণা করবেন । অবশেষে মঙ্গলবার ভক্তদের সুখবরটা দিয়েই দিলেন অভিনেতা । সোশ্যাল মিডিয়ায় মির্জা-র পোস্টার শেয়ার করে সিনেমা মুক্তির দিন ঘোষণা করলেন অঙ্কুশ ।
২০২৪-এর ইদে মুক্তি পাচ্ছে মির্জা । অর্থাৎ এবার ইদে সলমন, জিতকে টক্কর দিতে তৈরি অঙ্কুশ । পোস্টারে দেখা গেল গেঞ্জির উপর বুক খোলা শার্ট, জিন্স, ঠোঁটে ধরা সিগারেট, এক হাতে জ্বলন্ত বোতল, অন্য হাতে বন্দুক... একেবারে দাবাং লুকে অঙ্কুশ । এই ছবির উপরেই বড় বড় করে লেখা ইদ ২০২৪। ক্যাপশনে অভিনেতা লেখেন, 'চলুন, সমস্ত আইন ভেঙে ফেলি । ইদ ২০২৪ এর জন্য প্রস্তুত হয়ে যান ।'
অঙ্কুশের ছবিতে কাজ করছেন প্রেমিকা ঐন্দ্রিলা সেনও । একজন মাছ বিক্রেতা মুসকানের চরিত্রে দেখা যাবে নায়িকাকে । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর ফার্স্ট লুক। জানা গিয়েছে, অঙ্কুশের ছবি শুনেই মির্জা করতে রাজি হয়েছিলেন ঐন্দ্রিলা । পরে যদিও তাঁর চরিত্রটিও বেশ পছন্দ হয়। ছবির শ্যুটিং শুরুর আগে থেকেই নার্ভাস অভিনেত্রী। কিন্তু কেন? ঐন্দ্রিলা জানান, ‘’সবাই ভাববে, প্রেমিকা বলেই আমি সুযোগ পেয়েছি। তাই নিজেকে প্রমাণ করার তাগিদটা আরও বেশি’’। অঙ্কুশ জানান, ঐন্দ্রিলা না রাজি হলে শুভশ্রী বা মিমিকে প্রস্তাব দিতেন এই চরিত্রের জন্য।
'