Ankush Hazra : চেনা সেই ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার আর ক্লাসরুম, স্কুলে ফিরে আবেগঘন অঙ্কুশ

Updated : Oct 25, 2022 12:52
|
Editorji News Desk

স্কুল লাইফ হল জীবনের সেরা সময় । ব্ল্যাকবোর্ড, চক, স্যার-ম্যামদের বকুনি...বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে নেওয়া, পড়া না পাড়লে ক্লাসের বাইরে  নিল ডাউন । এসব স্কুল ছাড়া আরও কোথায়-ই বা পাওয়া যাবে । তাই, দিনের শেষে বেশিরভাগ মানুষ কিন্তু, কলেজের থেকে তাঁদের স্কুলের স্মৃতি হাতড়ে চলে । আবার সেই জীবনে ফিরে যেতে চায় মন । ঠিক যেমনভাবে ফিরে গিয়েছেন অঙ্কুশ । স্কুলের সেই চেনা ক্লাসরুমে ফিরে প্রতি মুহূর্তে স্মৃতির পাতায় হারিয়ে যাচ্ছেন অভিনেতা ।

‘মির্জা’নিয়ে ব্যস্ত রয়েছেন অঙ্কুশ । এই মুহূর্তে বর্ধমানে রয়েছেন অভিনেতা । বর্ধমানেই জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন অঙ্কুশ । তাই, কাজের ফাঁকে চেনা জায়গায় আবার নতুন করে চিনে নিতে বেরিয়ে পড়ছেন অভিনেতা । সম্প্রতি, বর্ধমান নিজের স্কুলে গিয়েছিলেন ।  বর্ধমানের হোলি রক স্কুলে পড়তেন অঙ্কুশ। সেখানেই পৌঁছে গিয়েছিলেন ঐন্দ্রিলাকে নিয়ে । ক্লাসরুমে ঢুকেই প্রিয় বেঞ্চে বসে পড়েন অঙ্কুশ। চারপাশে তাকিয়ে স্মৃতি হাতড়াচ্ছিলেন । অঙ্কুশের শিক্ষিকার সঙ্গে কথা বলেছিলেন ঐন্দ্রিলা (Oindrila Sen)। কিন্তু, সেদিকে কোনও হুঁশ ছিল না অঙ্কুশের । তিনি ডুবে ছিলেন স্মৃতির পাতায় ।

স্কুলের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কুশ । আবেগঘন ক্যাপশনে লেখেন,  "আমার জীবনের সেরা মুহূর্ত…বর্ধমানে নিজের স্কুলে গিয়েছিলাম… হোলি রক স্কুল…শৈশবের মুহূর্তগুলো উপভোগ করলাম…শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা হল, আর দেখা হল মিষ্টি প্রিন্সিপালের সঙ্গে… সত্যিই চোখে জল চলে এসেছিল।"

বর্ধমানের ছেলে অঙ্কুশ । কাজের জন্য কলকাতায় থাকা । এখন আবার বর্ধমানে ফিরেছেন, কাজের জন্যই । তবে কাজের ফাঁকে সময় করে তাঁর চেনা শহরটাকে ঘুরে দেখছেন । সম্প্রতি, ঐন্দ্রিলাকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন বর্ধমানের রাস্তায়। মাঝরাতে স্কুটিতে বসিয়ে প্রেমিকাকে বর্ধমান দর্শন করিয়েছেন তারকা।

Tollywoodankush hazra

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ