অঙ্কুশের (Ankush Hazra) আগামী ছবি 'মির্জা' (Mirza) মুক্তি পাওয়ার কথা ছিল পরের বছর ইদে । কিন্তু, তা আর হচ্ছে না । মির্জা নিয়ে শনিবার সকালে বড় ঘোষণা করলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra's New announcement) । অভিনেতা জানিয়ে দিলেন, 'মির্জা'-র মুক্তি আপাতত স্থগিত রাখা হচ্ছে । তিনি আরও জানালেন, 'অঙ্কুশ মোশন পিকচার্স'ও 'নেক্সজেন ভেঞ্চার্স'-এর পথ এখন আলাদা । তাঁরা কোনওদিন একসঙ্গে কাজ করবেন না ।
কয়েক মাস আগে অঙ্কুশ জানান, নিজের প্রযোজনা সংস্থা ‘অঙ্কুশ মোশন পিকচার্স’-র ব্যানারে মির্জা মুক্তি পাচ্ছে । তবে তিনি এক নন, তাঁর সঙ্গে হাত মেলায় ‘নেক্সজেন ভেঞ্চারস’। যৌথ প্রযোজনাতেই মির্জা মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু, এদিন অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন, "নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে কিছু অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । ভবিষ্যতে কোনও ভাবে একত্রিত হবে না । অঙ্কুশ মোশন পিকচার্স-এর ব্যানারে যে প্রোজেক্টগুলি মুক্তি পাওয়ার কথা ছিল, তা সময়েই মুক্তি পাবে । তবে মির্জা-র মুক্তি স্থগিত রাখা হচ্ছে ।" তবে অভিনেতা এও জানিয়েছেন, 'মির্জা' ফিরবে আরও ভালভাবে, শুধু কিছু সময়ের অপেক্ষা ।
আরও পড়ুন, Jeetu Nabanita: নিমতা-কাণ্ডে চার অভিযুক্তের জামিন, ফের ক্ষোভ অভিনেত্রী নবনীতার
অভিনেতা লেখেন, "'মির্জা'কে আরও বড় এবং ভাল করার উদ্দেশে বেশ কিছু পরিবর্তনও আমরা করতে চলেছি । তাছাড়াও সমস্ত শিল্পী এবং টেকনিশিয়ান বন্ধুদের তারিখ মাথায় রেখে শ্যুটিং শেষ করতেও একটি দীর্ঘ সময় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে । তাই আমাদের সেই সকল সিনেমাপ্রেমী দর্শকদের কাছে অনুরোধ যারা 'মির্জা'কে এত ভালোবাসা দিয়েছো, মাত্র কিছুটা সময়ের অপেক্ষা । আমরা শীঘ্রই ফিরব।"