বড় পর্দায় ফিরছে নস্টালজিয়া। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। এই ছবিতেই জুটি বাঁধতে চলেছেন অপর্ণা সেন (Aparna Sen) এবং অঞ্জন দত্ত (Anjan Dutta), সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’র পর ফের জুটিতে অপর্ণা-অঞ্জন। নিখাদ প্রেমের এই গল্পে, শোনা যাচ্ছে ছবি জুড়ে আর সেভাবে কোনও চরিত্র নেই, মুখ্য তাঁরাই। ছবিতে দুই চরিত্রের নাম অমর এবং জয়া। দীর্ঘ ৩০ বছরের দাম্পত্যে- ভুল বুঝাবুঝি, ক্ষমা, বিচ্ছেদ সব পার করেও প্রেম কীভাবে জয়ী হয় সেই গল্পই বুনছেন পরিচালক।
Chiranjit-Indrani: বহুদিন পর একসঙ্গে পর্দায় চিরঞ্জিৎ-ইন্দ্রাণী, ছবিতে আর কে কে রয়েছেন?
বাস্তবে অপর্ণা এবং অঞ্জনের বন্ধুত্ব দীর্ঘ ৪০ বছরের। স্বভাবতই তাঁদের একটি আলাদা রসায়ন রয়েছে। ছবিতে তাঁদের বয়সে কোনও মেকাপের প্রলেপ লাগানো হবে না। বরং, তাঁদের বয়স ধরে রেখেই সাজাবেন সোমনাথ কুণ্ডু। গানের দায়িত্বে ইন্দ্রদীপ দাশগুপ্ত। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে ছবির শ্যুটিং।