টলিউডে (Tollywood) ফের ভাঙছে সম্পর্ক ! বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছে, অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামীর (Anirban-Madhurima ) দাম্পত্য জীবনে তৈরি হয়েছে দূরত্ব । তাঁদের মধ্যে সবকিছু আর 'ভাল' নেই । যদিও, ব্যক্তিগত বিষয় নিয়ে কোনওদিনই সেভাবে খোলামেলা আলোচনা করেন না অনির্বাণ বা মধুরিমা কেউই । এই বিষয়েও তাঁরা মুখে কুলুপ এঁটেছেন বলা যেতে পারে ।
টলিপাড়ার এক ঘনিষ্ঠ এইসময়-কে জানিয়েছে, দু'জনের মধ্যে যে একটা দূরত্ তৈরি হয়েছে, তা তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের কাছে অজানা নয় । তবে দূরত্ব তৈরি হওয়া মানেই সম্পর্ক ভেঙে যাওয়া, সেই পর্যায়ে এখনও তাঁরা পৌঁছননি বা সেই বিষয়ে এখনই তাঁরা কিছু ভাবতে চান না । মধুরিমা জানিয়েছেন, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না । আর অনির্বাণ একেবারেই মুখে কুলুপ এঁটেছেন ।
আরও পড়ুন, Sourav Ganguly : লর্ডসের পর আবার, একই স্টাইলে জার্সি ওড়ালেন সৌরভ, ফিরল ২১ বছর আগের স্মৃতি
২০২০ সালের নভেম্বর মাসে প্রেমিকা মধুরিমা গোস্বামীকে বিয়ে করেন অনির্বাণ । জাঁকজমক নয়, ঘরোয়াভাবে, ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়-স্বজনের উপস্থিতিতেই তাঁরা বিয়ে সেরেছিলেন । তারপর থেকে দু'জনকে খুব কমই একসঙ্গে দেখা গিয়েছে । সোশ্যাল মিডিয়ায়, কেউই কাজ বাদে ব্যক্তিগত জীবন নিয়ে কোনও ছবি পোস্ট করেন না । তাঁদের শেষ জনসমক্ষে দেখা গিয়েছিল শাঁওলি চট্টোপাধ্যায় ও প্রতীক দত্তের বিয়ের অনুষ্ঠানে ।
থিয়েটার, মঞ্চ নিয়ে ব্যস্ত থাকেন মধুরিমা । অন্যদিকে, অনির্বাণ এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তাঁর ছবি 'দশম অবতার' নিয়ে । পুজোর সময় মুক্তি পাচ্ছে এই সিনেমা ।