বল্লভপুর জুটির নয়া অভিযান। মাত্র এক সপ্তাহের অপেক্ষা , তারপরেই পর্দায় আসছে 'আবার বিবাহ অভিযান'। এবার প্রকাশ্যে ছবির টাইটেল ট্র্যাক। গানটি পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়, গানটি লিখেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, এবং তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন দেবরাজ ভট্টাচার্য। এর আগেও তাঁদের গাওয়া ‘সাজো সাজাও’ কানে লেগে রয়েছে বাঙালির। আগামী ২৫ তারিখ, ২৫ মে মুক্তি পেতে চলেছে আবার বিবাহ অভিযান।
Byomkesh-Durga Rahasya: 'দুর্গ রহস্য'-নিয়ে বিরসা-সৃজিত রেশারেশি চলছেই, শুটিং-এর জন্যেও বাছা হল আলাদা শহর
রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, বাংলাদেশের নুসরত ফারিয়া অভিনীত 'বিবাহ অভিযান' মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। রোমান্স কমেডি এই ছবি মন কেড়েছিল দর্শকদের। এবারেও ছবির চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল ঘোষ। প্রথমটির মতো এই ছবিতেও থাকবে ভরপুর কমেডি। কলকাতার পাশাপাশি এই ছবির শ্যুটিং হয়েছে থাইল্যান্ডেও।