দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আমির কন্যা ইরা খান । আজ, ৩ জানুয়ারি তাঁদের বিয়ে । প্রাক বিবাহ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । মেয়ের বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছে আমিরের দুই প্রাক্তন স্ত্রীকেও । তবে, জানেন কী মেয়ের জন্য বিশেষ সারপ্রাইজের ব্যবস্থা করেছেন বাবা আমির ।
জানা গিয়েছে, বিয়েতে কোনও উপহার নিচ্ছেন না ইরা । কিন্তু, মেয়ের বিয়ে, বাবা কোনও উপহার দেবেন না তা হয় নাকি । তাই, মেয়ের জন্য বিশেষ আয়োজন করেন আমির । জানা গিয়েছে, গায়ে হলুদের পর সঙ্গীতের অনুষ্ঠানে মেয়ের জন্য নাকি নিজেই গান গাইবেন আমির। তার জন্য বেশ কয়েকদিন ধরেই মহড়াও দিচ্ছিলেন ।
এদিন, আইনি মতে অর্থাৎ রেজিস্ট্রি করেই বিয়ে সারবেন ইরা ও নূপুর । মালাবদল, সাত পাক ঘোরা, সিঁদুরদান, এসব রীতি মেনে বিয়ে হচ্ছে না । তবে, প্রাকবিবাহ সব অনুষ্ঠান তাঁরা পালন করছেন, সে মেহেন্দিই হোক কিংবা গায়ে হলুদ । এডিটরজি বাংলার তরফে ইরা ও নূপুরকে নতুন জীবনের শুভেচ্ছা