মুক্তির আগেই বিতর্কে অনীক দত্তের (Anik Dutta) ছবি 'অপরাজিত'। লোগোর স্রস্টা নিয়ে অনীক দত্ত নাকি প্রাপ্য সম্মান দিচ্ছেন না। এমনই অভিযোগ তুলেছেন রাজকমল আইচ (Rajkamal Aich)। রবিবার সোশাল মিডিয়ায় ছবির লোগো প্রকাশ করেন পরিচালক অনীক দত্ত। রাজকমলের দাবি, অনীক তাঁকে তাঁর প্রাপ্য সম্মান দিতে চাইছেন না।
সত্যজিৎ রায়ের (Satyajit Ray) 'পথের পাঁচালী' (Pather Panchali) ছবির নেপথ্য কাহিনী নিয়ে অনীক দত্তের নতুন ছবি অপরাজিত। রবিবার সেই ছবির লোগো প্রথম প্রকাশ্যে আসে। অভিযোগ, কিছু সাক্ষাৎকারে রাজকমল আইচের নাম উল্লেখ করেছেন পরিচালক। আবার কিছু জায়গায় তিনি জানান, এই লোগো তাঁরই সৃষ্টি। রাজকমল আইচ এই নিয়ে ক্ষোভ উগরে দেন। তিনি জানান, একটি লোগো কখনও একার প্রয়াসে হয় না। এই লোগোর পিছনে অনেক ভাবনা তাঁর মাথা থেকেও এসেছে। কিন্তু পরিচালক এখন নিজের কৃতিত্ব নিচ্ছেন। অভিযোগ, অনীক নাকি কিছু সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজকমলের যা প্রাপ্য তার থেকে বেশি সম্মান পাচ্ছেন তিনি। রাজকমলের বাবা সমীর আইচের নামও উল্লেখ করেছেন বলে অভিযোগ অনীকের বিরুদ্ধে। রাজকমল জানান, এমন অপেশাদারিত্ব মেনে নিতে পারছেন না তিনি।
আরও পড়ুন: অস্কারের মঞ্চে বিরাশি সিক্কার চড়, স্ত্রীকে নিয়ে রসিকতার জবাব উইল স্মিথের
কাজের পারিশ্রমিক নিয়েও অসন্তুষ্ট রাজকমল। তিনি জানিয়েছেন, কম পারিশ্রমিকে কাজ করেছেন তিনি। এখনও সম্পূর্ণ পারিশ্রমিক পাননি। ছবির প্রযোজক ফিরদৌসল হাসান জানিয়েছেন, পরপর কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় পারিশ্রমিক পেতে দেরি হয়েছে। কিন্তু রাজকমলের কটাক্ষ নেটমাধ্যমেও এখন টাকা পাঠানো যায়। ব্যাঙ্কে না গেলেও পারিশ্রমিক দিতে সমস্যা হয় না।