টানা ২০ দিনের লড়াই শেষ । কোমা থেকে আর ফিরিয়ে আনা গেল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma Passes Away)। মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেত্রী । মা-বাবার-দিদির লড়াই, বন্ধু সব্যসাচীর লড়াই, এত মানুষের প্রার্থনা সব বিফলে চলে গেল । মাত্র ২৪ বছরেই চলে গেল একটা তরতাজা প্রাণ ।
১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা । তারপর থেকে টানা ১৯ দিন তাঁর জ্ঞান ফেরেনি । এরই মধ্যে একাধিকবার হার্ট অ্যাটাক হয় তাঁর । মিরাকলের জন্য প্রার্থনা করেছিলেন সব্যসাচী । তাঁর বিশ্বাস ছিল, ঐন্দ্রিলা ফিরবে । ও ফাইটার । কিন্তু, যতদিন গিয়েছে ঐন্দ্রিলার শারীরির অবস্থার অবনতি হয়েছে । এরই মধ্যে একাধিকবার হার্ট অ্যাটাক । সব্যও আশা ছেড়ে দিয়েছিলেন । কিন্তু, মিরাকল হয় । মিরাকল ঘটিয়ে সেখান থেকেও ফিরে আসে ঐন্দ্রিলা । সব্য জানান,ধীরে ধীরে ভাল হচ্ছে ঐন্দ্রিলা । কিন্তু, শনিবার সকালেই হাসপাতালের তরফে বলা হয়, ঐন্দ্রিলার অবস্থা সংকটজনক। ১০০ শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী । তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ইনোট্রোপেস দেওয়া হয়েছে। তাঁর শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ৫, যা সাধারণ মানুষের শরীরে থাকে ১৫। এর পরেই শনিবার সন্ধেয় ফের কার্ডিয়াক অ্যারেস্ট হয় । যা চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের । যদিও এরপরেই তাঁকে 'রিভাইভ' করা সম্ভব হয়েছিল বলেই প্রাথমিক ভাবে দাবি করা হয়েছিল । এদিকে, দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পরেই ঐন্দ্রিলা সংক্রান্ত সব পোস্ট ডিলিট করেন সব্যসাচী । কেন পোস্ট ডিলিট করলেন, তা নিয়ে শুরু হয় জল্পনা । জল্পনার মধ্যে রবিবার সকালে জানা যায়, শনিবার রাতে আরও অবস্থার অবনতি হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার । আর রবিবার সব শেষ ।
আরও পড়ুন, Aindrila Sharma Dies: ২৪-এই নিভল প্রাণ, লড়াইয়ের আরেক নাম হয়ে থেকে গেলেন ঐন্দ্রিলা
কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন । বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়েছেন । একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে । দু’বারই ক্যানসারকে হার মানিয়েছেন অভিনেত্রী । কিন্তু এবার তিনিই হেরে গেলেন ।