মে মাসেই ডি-ডে । বৈশাখেই চার হাত এক হতে চলেছে আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী । হাতে আর বেশিদিন বাকি নেই । জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি । সম্প্রতি, ফ্রেমবন্দী হয়েছিল 'মিঠাই' পরিবার । অনেকের ধারণা, শুরু হয়ে গিয়েছে দু'জনের আইবুড়ো ভাত পর্ব । এসবের মাঝেই প্রকাশ্যে এল আদৃত-কৌশাম্বির বিয়ের কার্ড ।
তারকা জুটির ফ্যান ক্লাবের তরফে বিয়ের কার্ডের ছবি প্রকাশ্যে এসেছে । একেবারে ছিমছাম । প্যাস্টেল শেডের কার্ডের উপর লালে লেখা কৌশাম্বি ওয়েডস আদৃত । কার্ডে প্রজাপতির ছোঁয়া । পড়ে গিয়েছে হলুদ-সিঁদুরের ফোঁটা । হয়তো নিমন্ত্রণ পর্বও শুরু হয়ে গিয়েছে । এদিকে, বিয়ের কার্ড প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে ।
আগামী ৯ মে গাঁটছড়া বাঁধছেন আদৃত-কৌশাম্বি । ১১ মে রিসেপশন । জানা গিয়েছে, বিয়েতে খুব একটা জাঁকজমক থাকছে না । কাছের মানুষরাই নিমন্ত্রিত থাকবেন বিয়েছে । টলিপাড়া সূত্র খবর, বিয়ের দিন বেনারসি শাড়িতে সাজবেন কৌশাম্বি, আর আদৃত পরবেন পাঞ্জাবি । মেনুতে থাকছে বিরিয়ানি, ফিস ফ্রাই, আরও অনেক কিছু । বর্তমানে বিয়ের শেষ মুহূর্তে প্রস্তুতি । নতুন জীবনে নতুন গল্প বুনতে তৈরি আদৃত-কৌশাম্বি । অপেক্ষায় অনুরাগীরাও ।