চলতি সপ্তাহে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার দুই পরিচিত মুখ আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী। ৯ মে ডি ডে । কিন্তু তার আগেই বিয়ে সেরে ফেললেন তাঁরা? কী এমন হল?
আসলে, সম্পর্কে থাকাকালীন কখনও সেভাবে একে অপরের সঙ্গে ছবি শেয়ার করেননি । সোমবার আচমকাই সোশ্যাল মিডিয়ায় দুজনের ফ্রেমবন্দী ছবি শেয়ার করলেন হবু কনে । তাও আবার মালাবদলের। কৌশাম্বিকে দেখা গেল হলুদ শাড়িতে । অভিনেত্রীর মাথায় মুকুট । আর আদৃত পরেছেন পাঞ্জাবি । যাকে বলে একেবারে মেড ফর ইচ আদার ।
ছবি দেখে অনেকেই ভাবছেন, নির্দিষ্ট দিনের আগেই বিয়ে সেরে ফেলেছেন আদৃত-কৌশাম্বি ।কেউ আবার প্রশ্ন করেছেন বিয়ে এগিয়ে এল কেন?
আরও পড়ুন - বিয়ের পর প্রথম জন্মদিন, কাঞ্চনের জন্য আদুরেমাখা পোস্ট শ্রীময়ীর
আসলে এই মুহূর্তে নানা জায়গায় আইবুড়ো ভাত খাচ্ছেন আদৃত-কৌশাম্বি। ছবিটাও তাঁদের কোনও একটি আইবুড়োভাতের । কেকে কাটার পাশাপাশি মালাবদলের আয়োজন করা হয়েছিল সেখানে । সেই ছবিই শেয়ার করেছেন তাঁরা। যা ভক্তদের কৌতূহল দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।