সোশ্যাল মিডিয়া মানেই রিল (Reels), ফলোয়ার্স (Folllowers)। আর সেসব দেখেই নাকি বেছে নেওয়া হচ্ছে সিনেমা, সিরিজ বা সিরিয়ালে অভিনেতা-অভিনেত্রী। যা একেবারেই ঠিক নয়, এমনটাই মতামত অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর ( ushasie chakraborty)। তাঁর মতে, সোশ্যাল মিডিয়া ও সিনেমা-সিরিজ-সিরিয়ালে অভিনয়ের বিষয়টি আলাদা। এর সঙ্গে রিলের সম্পর্ক নেই সেটি বোঝা উচিত নির্মাতাদের।
বুধবার এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঊষসী চক্রবর্তী। যেখানে তিনি লেখেন,' বড়বড় অভিনেতারা এই নিয়ে আগেই বলেছেন - আমি ছোটখাট । তবু বলতে বাধ্য হচ্ছি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা , রিল তৈরির দক্ষতা বা ফলোয়ারের সংখ্যার সঙ্গে অভিনয় দক্ষতার যে কোনও সম্পর্ক নেই তা নির্মাতা পরিচালক বা casting director রা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল - দর্শকরাও ভাল অভিনয় দেখার সুযোগ পাবেন । '
একইসঙ্গে তিনি লেখেন, যারা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তাঁরা সবাই যে খুব বাজে অভিনেতা । এমনটা নয়। অনেকেই আছেন যাঁরা দুর্দান্ত অভিনেতা। কিন্তু কেবল মাত্র একজন অভিনেতার ফলোয়ার দেখে casting এর প্রবণতটা বন্ধ হওয়া দরকার । কারণ এর ফলে অভিনেতা রা অভিনয় শেখার চাইতে বেশী মন দিচ্ছেন ফলোয়ার বানানো আর রিল বানানোয়। আর যারা কেবল মন দিয়ে অভিনয় শিখছেন তাঁরা হয়ে যাচ্ছেন ব্রাত্য।
আরও
ঊষসীর মতে সোশ্যাল মিডিয়া ও সিনেমা-সিরিজ-সিরিয়ালে অভিনয়ের বিষয়টি আলাদা। একটায় ভাল মানেই অন্যটায় ভাল হবে ব্যাপারটা এরকম নয় । এ ব্যপারে তিনি রীতিমতো আশঙ্কা প্রকাশ করে লেখেন, একদিন কি এরকম আসবে যে লোকে অভিনয় আর দেখবেই না খালি রিলস আর Instagram দেখবে ? ' অভিনেত্রীর এই পোস্টে অনেককেই দেখা গিয়ে সহমত পোষণ করতে।