শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) ‘মন ভাঙার’ (Srabanti Chatterjee Break Up) খবর রটে সম্প্রতি । যদিও, অভিরূপ নাগ চৌধুরীর (Avirup Chowdhury) সঙ্গে ব্রেক-আপের খবর ভুয়ো বলে জানিয়েছিলেন খোদ অভিনেত্রী । এবার মুখ খুললেন অভিরূপ । শ্রাবন্তীর ছবি শেয়ার করে বিশেষ কয়েকটা শব্দ বললেন । বিচ্ছেদের খবর যে ভুয়ো, অভিরূপের পোস্টে কি মিলল সেই ইঙ্গিত ?
সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর ছবি শেয়ার করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিরূপ । লিখেছেন 'ধন্যবাদ'। কী কারণে এই ধন্যবাদ ? আসলে, সম্প্রতি একটি নতুন ব্যবসায় হাত দিয়েছেন অভিরূপ। বিশেষ বন্ধুর সেই নতুন ব্যবসার প্রথম দিন সেই দোকানের উদ্বোধনে যান শ্রাবন্তী। তাই নিজের সমাজমাধ্যমে অভিনেত্রীকে ধন্যবাদ জানান অভিরূপ।
তিন তিনবার বিয়ে ভেঙেছে তাঁর, তাই শ্রাবন্তীর সম্পর্ক, ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামতেই চায় না। তৃতীয় স্বামী রোশন সিং-য়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি । এরই মাঝে তাঁর জীবনে নাকি এন্ট্রি নেয় ব্যবসায়ী অভিরূপ নাগ । যদি, সম্পর্কের কথা সরাসরি তাঁরা কেউই স্বীকার করেননি । তবে, আকারে-ইঙ্গিতে তা বোঝা যায় । বন্ধুদের হাউজ পার্টি হোক বা দুর্গাপুজো শ্রাবন্তী কোনও রাখঢাক না রেখেই ঘুরতেন অভিরূপের হাত ধরে। তবে, সম্প্রতি, তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায় ।