Ritabhari Chakraborty : ঋতাভরীর মনের মানুষটি কে ? সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ভালবাসার ছবি

Updated : Apr 09, 2022 14:12
|
Editorji News Desk

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) জীবনে বিশেষ মানুষের প্রবেশ ঘটেছে অনেকদিন আগেই । সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে তার ইঙ্গিত মিলেছিল আগেই । তাছাড়া, বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর জীবনের বিশেষ মানুষটির কথা স্বীকার করে নিয়েছিলেন অভিনেত্রী । এবার তাঁর সেই 'স্পেশাল ওয়ান'-কে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ঋতাভরী । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভালবাসার ছবি (Ritabhari Chakraborty shares boyfriend picture) ।

ঋতাভরী মন দিয়েছেন ডা. তথাগত চট্টোপাধ্যায়কে (Tathagata Chatterjee) । তথাগত একেবারে ইন্ডাস্ট্রির বাইরের মানুষ । শহরের হাসপাতালের বিশিষ্ট মনোবিদ তিনি । ঋতাভরীর সঙ্গে প্রথম আলাপ এক ক্লিনিক উদ্বোধন । ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম । প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তথাগতই । ঋতাভরীর কথায়, মাত্র কয়েকমাসের মধ্যেই তাঁর জীবনের বিশেষ মানুষ হয়ে উঠতে পেরেছেন তথাগত । তথাগত-র কাছে তিনি সব শান্তি খুঁজে পান ।

গতবছর অস্ত্রোপচারের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ঋতাভরী । তখন তাঁর কঠিন সময়ে সর্বক্ষণ তাঁর সঙ্গে থেকেছেন তথাগত । ঋতাভরী একবার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তথাগত না থাকলে তিনি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতেন না । কাজে ফিরতে পারতেন না ।

আরও পড়ুন, Mini Trailer Released : কখনও রাগ-অভিমান, কখনও ভালবাসা, মাসি-বোনঝির জুটিতে মুক্তি পেল মিনি-র ট্রেলার
 

অভিনেত্রী আরও জানিয়েছেন, তথাগত খুবই সাধারণ । তাঁর সঙ্গে ঋতাভরী সবকিছু শেয়ার করতে পারেন । তাঁরা দু’জন একসঙ্গে বসে ঘণ্টার পর ঘণ্টা বই পড়তে পারেন । অভিনেত্রী তার মনের মানুষ সম্পর্কে বলেন, তথাগত তাঁর কাজকে সম্মান করে । তাঁর জীবনের কোনও ব্যাপারে হস্তক্ষেপ করেন না । ওঁর পরিবারও সব মেনে নিয়েছে।

জানা গিয়েছে, এখন দুজনে একসঙ্গেই থাকছেন । বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন দুজনে । নতুন বাড়ি কেনারও পরিকল্পনা রয়েছে তাঁদের । সেখানেই দুটিতে নতুন সংসার পাতবেন । সব ঠিক থাকলে এবছরের শেষেই আংটি বদল পর্ব সেরে ফেলতে পারেন ঋতাভরী চক্রবর্তী । ২০২৩-এ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন ঋতাভরী ও তথাগত ।

দীর্ঘ অসুস্থতার পর কাজে ফিরেছেন ঋতাভরী । গত বছর ১০ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে ঋতাভরীর ছবি 'এফআইআর'। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে ঋতাভরীকে । অস্ত্রোপচারের পর ঋতাভরীর চেহারাতেও পরিবর্তন হয়েছে অনেকটা । তাঁকে বডিশেমিং-এরও শিকার হতে হয়েছে । এদিকে, বডিশেমিং নিয়ে নতুন একটি সিনেমা আসতে চলেছে ঋতাভরীর । এখানে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে ।

Tollywoodritabhari chakraborty

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ