স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকে সাংবাদিকের দায়িত্বটা খুব ভালভাবেই সামলেছেন তিনি । তবে এবার সাংবাদিকতা ছেড়ে একেবারে পত্রিকা সম্পাদনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিনেত্রী পায়েল দে (Payel De) । কথা হচ্ছে পায়েলের নতুন ছবি নিয়ে । পরিচালক জয় রায়ের 'সন্দেশ' (Sandesh) ছবিতে একজন পত্রিকা সম্পাদকের ভূমিকায় দেখা যাবে পায়েলকে । পায়েলের বিপরীতে অভিনয় করবেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Biswarup Banerjee) ।
সম্প্রতি, এই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে । এটি একটি স্বল্প সময়ের ছবি বলে জানা গিয়েছে । অবলম্বন, স্মৃতি, ভালবাসার গল্প বলবে এই সিনেমা । 'সোনা রোদের গান' ধারাবাহিকের শ্যুট চলাকালীন এই সিনেমার জন্য ডাক পান পায়েল । তাঁর চরিত্রের নাম নন্দিতা । সংসারে স্বামী আর শাশুড়ি । স্বামীর চরিত্রে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ।
বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ও টেলিভিশনের জনপ্রিয় মুখ । শেষ তাঁকে 'দুর্গা দুর্গেশ্বরী' ধারাবাহিকে দেখা গিয়েছে । এর আগে 'শ্রী চৈতন্য মহাপ্রভু', 'গুরুদক্ষিণা'-সহ আরও অনেক ধারাবাহিকে কাজ করেছেন । অন্যদিকে, পায়েলকে শেষ দেখা গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের 'দেশের মাটি' (Desher Mati) সিরিয়ালে । এখানেই সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি ।