মুক্তির অপেক্ষায় মিমি চক্রবর্তীর সিরিজ 'যাহা বলিব সত্য বলিব' । এটাই প্রথম ওটিটি সিরিজ অভিনেত্রীর । তাই, স্বাভাবিকভাবে উৎসাহটাও দ্বিগুণ । সিরিজে পৃথা রায়ের চরিত্রে দেখা যাবে মিমিকে । যে মুখের উপর সত্যি কথা বলে দেয় । মিমি কি নিজেও পৃথা রায়ের মতোই ? আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনিও সত্যি কথাই বলতে ভালবাসেন । আর সত্যি বলার জন্য জীবনে বহু মানুষ, বহু বন্ধুদেরও হারিয়েছেন তিনি ।
তবে, সত্যি কথা বলার জন্য বন্ধু সংখ্যা কমে যাওয়ায় কোনও আপশোশ নেই মিমির । কারণ তাঁর কথায়, 'যারা সত্যি কথা বললে চলে যায়, তারা তো কখনওই আমার বন্ধু ছিল না। যারা থেকে গিয়েছে, তারা সারা জীবন থাকবে।' মিমি চক্রবর্তী এখন খুব বেছে বেছে সিনেমা করেন । ইনস্টাগ্রামে তিনি খুবই সক্রিয় । তবে এই নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি অভিনেত্রীকে । অনেকেই বলেন, 'ইনস্টাগ্রাম ছাড়া মিমিকে দেখা যায় না'। তারই জবাব দিতে গিয়ে আনন্দবাজারকে মিমি বলেছেন,'আমি নিজের ইচ্ছেতেই সংখ্যায় কম ছবি করি। আর বাংলা ছবির পয়সায় তো আমার সংসার চলে না। তাই হয়তো আগামী দিনে এমন কিছু কাজও করতে হতে পারে, যা দিয়ে বাড়ির খরচ চালাতে হল।...আমার তো ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার নেই যে আমার খরচ চালাবে।'
মিমি আরও বলেন, 'আমি অনেক কাজে ‘না’ বলি বলে অনেকেই পছন্দ করে না। আসলে মেয়েদের নিজস্ব মতামত থাকলেই অনেকের অপছন্দের পাত্রী হতে হয়। সবাই ধরেই নেয়, একটা গল্পের প্রস্তাব এলেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতে হবে ।'
উল্লেখ্য, ৫ জানুয়ারি থেকে হইচই-এ দেখা যাবে 'যাহা বলিব সত্য বলিব' । মিমি-র সঙ্গে সিরিজে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে ।