ওজন ছিল ১১০, এখন ৮০ । পাঁচ মাসে চেহারার আমূল পরিবর্তন ঘটিয়েছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় । কিন্তু, যা কোনওদিন ভাবেননি আগে, এবার তাই করেই বসলেন তিনি । সোশ্যাল মিডিয়ায় শার্টলেস ছবি দিয়ে সবাইকে চমকে দিয়েছেন অভিনেতা । সেইসঙ্গে জানিয়েছেন, তাঁর সুস্থ, সুন্দর চেহারা পিছনে পরিশ্রমের কাহিনি ।
অভিনেতা জানান, লকডাউনের সময় নিজেকে ফিরে পান তিনি । সেইসময় ঘরে বসে অনেকেই স্থূলত্বের সমস্যায় ভুগেছেন । কিন্তু, সুদীপ বেছে নেন, সুস্থ, সুন্দর শরীর । তিনি লেখেন, জিম না করেই শুধুমাত্র শরীরচর্চা আর যোগব্যায়াম করে ৩০ কেজি কমিয়েছেন অভিনেতা । সুদীপের কথায়, “শরীর মন্দিরের মতো, প্রতি দিন ৩০ মিনিট করে পুজোর জন্য রাখো।” এই বিষয়ে আনন্দবাজারকে অভিনেতা জানান, বাঙালির কাছে ভাল চেহারা মানে তো মোটা, ভুঁড়িওয়ালা চেহারা। সে কারণেই তিরিশ কেজি ওজন কমার পরে অনেকে আশঙ্কা করেছিলেন, তাঁর সুগার হয়েছে । কিন্তু সেরকম কিছুই হয়নি ।
বর্তমানে যখন সবাই জিমে অভ্যস্ত, তখন সুদীপ কেন যোগব্যায়ামকেই বেছে নিলেন ? অভিনেতার মতে, অভিনয় আর মাল্টিজিম কখনওই সমার্থক নয়। তিনি এখনও রোজ নিয়ম করে শরীরচর্চা করেন । নিয়মিত সাইকেল চালিয়ে সেটে যান । সুস্থভাবে বাঁচতে ও বাঁচার বার্তা দিতে চান সুদীপ ।