ঋত্বিক চক্রবর্তীর একটি কথা বলা পুতুল আছে। যে মাঝে মাঝেই অভিনেতার হাতের বাইরে চলে যায়। আর তাঁকে নিয়েই অভিনেতা ফেসবুক বা ইনস্টাগ্রামের পাতায় আসেন। নানা বিষয়ে নিজের মতামত জানান নিজের মতো করে।
বৃহস্পতিবার সেই রকমই একটি ভিডিয়ো পোস্ট করেন ঋত্বিক। যে ভিডিয়োর শুরুতেই পুতুলটিকে বলতে শোনা যায়, একটি ঝড় আসছে এক রাজনৈতিক দল যার নাম দিয়েছে মওকা। ঋত্বিক পুতুলের ভুল শুধরে দিয়ে বলেন, ওটা মওকা নয়। কিন্তু পুতুল তা মানতে একেবারেই নারাজ। কারণ তার মনে হয়েছে, ওই দল মওকা বুঝে চাল ত্রিপল ... যদিও কথা শেষ করার আগেই তাকে থামিয়ে দেন ঋত্বিক।
কিন্তু হাতের পুতুল যে একেবারেই হাতের বাইরে সেই কারণেই ফের সে সরব হয়ে উঠে বলে, একেবারেই জায়গার নাম জায়গার নামে থাকা উচিত নয়। সব জায়গার নতুন নামকরণ হওয়া উচিত। আর সেই কারণেই এক নেতার দিল্লি চলে যাওয়ার ঘটনার একটি বিশেষ নামকরণ করেছে সে, নব গণিত মুকুল। আর যা শুনে হাসির রোল উঠেছে অভিনেতার কমেন্ট বাক্সে।