হাসপাতালে ভর্তি অভিনেতা তথা থিয়েটার শিল্পী মনোজ মিত্র। সোমবার বর্ষীয়ান অভিনেতাকে হার্টের সমস্যা নিয়ে, ভর্তি করানো হয়েছিল SSKM হাসপাতালে। অভিনেতার পেসমেকার বসানো হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অপারেশনের পর, আপাতত তিনি সুস্থ রয়েছেন।
Anurag Kasyap: বাংলা ছবি ‘ঘটিয়া’,অনুরাগের মন্তব্যের বিরুদ্ধে ঋত্বিক-রাহুলের খোঁচা, কী প্রতিক্রিয়া তাঁদের?
বাংলা ছবির দাপুটে অভিনেতা ছিলেন মনোজ। দীর্ঘদিন তিনি ছোট পর্দা , থিয়েটার থেকে শুরু করে বড় পর্দায় অভিনয় করে গিয়েছেন। ৮৫ বছর বয়সী শিল্পীর, কলমও বেজায় শক্তিশালী।