মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত ‘রাণী রাসমণি’ খ্যাত অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায় (Kingshuk Ganguly) । সর্বশেষ রামপ্রসাদ ধারাবাহিকে কাজ করছিলেন তিনি। বেশ কয়েকবছর তিনি ভুগছিলেন ক্যান্সারে। অবশেষে ২২ ডিসেম্বর শেষ নিঃস্বাস ত্যাগ করেন অভিনেতা। তাঁর অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
Shahrukh Khan: নতুন ছবিতে বেশি বয়সের চরিত্রে অভিনয় করবেন, জানালেন শাহরুখ
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতার মৃত্যুতে লিখেছেন, ‘আরেকজন চলে গেল যে আমার ডাকনাম জানত ,আমার স্কুল সিনিয়র ,সুহৃদ,সহযাত্রী কিংশুক চলে গেছে.ভালো থেক বলব না কারণ আমাদের রাজনৈতিক অবস্থান,এটা কি করলেও বলবো না,কারণ ঐরকম ন্যাকামি করলে ঈশ্বরকে/বিজ্ঞানকে ছোট করা হয়..শুধু বলব জীবনের শেষদিন অবধি সবাই যেন ভালোবাসায় থাকে,আয়ু তার যাই হোক,যেমনটা তোমার ছিল”,
জামাই রাজা, সতী, করুণাময়ী রানী রাসমনী, ব্যোমকেশ, মহাপীঠ তারাপীঠ, উমার সংসার, গুড্ডি, খেলনা বাড়ি, কড়ি খেলা প্রভৃতি ধারাবাহিকে তাঁর অভিনয় মনে রাখার মতো।