চোখে চশমা, পকেটে হাত । স্কুল ড্রেস পরে ক্যামেরার সামনে পোজ দেওয়া এই রোগা পাতলা ছেলেটা কিন্তু এখন মেয়েদের হার্টথ্রব । টলিউডের (Tollywood) হ্যান্ডসাম নায়ক । চিনতে পারছেন তাঁকে ?
ইনি আর কেউ নন, টলিউডের নায়ক অঙ্কুশ হাজরা (Ankush Hazra) । শনিবার বিকেলে নিজের স্কুলজীবনের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কুশ । ছবিতে তাঁকে স্কুল ইউনিফর্মে দেখা যাচ্ছে । বাড়ির লোহার গেটে এক পা তুলে আবার পোজও দিয়েছেন তিনি ।
আরও পড়ুন, Onir : গল্পের কেন্দ্রে সমকামী মেজর, পরিচালক ওনিরের সিনেমা বাতিল করল প্রতিরক্ষা মন্ত্রক
ছবিটি শেয়ার করে অঙ্কুশ লেখেন, "আমার মনে হয় এটা ক্লাস এইটের ছবি । তবে নিশ্চিত নই ।" ছবিটি শেয়ার করার মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । অভিনেতার ছবি দেখে তাঁর অনুরাগীরা ভাবতেই পারছেন না এই রোগা, চোখে চশমা পরা ছেলেটি আজকের বাংলা ছবির হ্যান্ডসাম নায়ক ।