টলিউডে পরিচালক অরিন্দম শীলের হাত ধরে আসছে 'ঝিন্দের বন্দী'-র রিমেক, এখবর আগেই শোনা গিয়েছিল। ১৯৬১ সালে তপন সিংহ পরিচালিত এই ছবিতে সৌমিত্র-উত্তম এক পর্দায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক থ্রিলারে গৌরীশঙ্কর রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার, আর খলনায়কের চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই ছবিরই রিমেক বাংলায়। দুই প্রবাদপ্রতিম অভিনেতার জুতোয় কে পা গলাবেন তা নিয়ে কৌতূহল জারি ছিল।
শোনা গিয়েছিল , যিশু সেনগুপ্ত-অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে দুই তুমুল জনপ্রিয় চরিত্রে। কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে অন্য কথা, অনির্বাণ থাকছেন। কিন্তু যীশুর বদলে ছবিতে দেখা যেতে পারে আবীরকে।
Anjan Dutta-Aparna Sen: ‘এই রাত তোমার আমার’, পরমের পরিচালনায় বড়পর্দায় দুই 'প্রিয় বন্ধু' অঞ্জন-অপর্ণা
আগে জানা গিয়েছিল, ‘ঝিন্দের বন্দী’-র রিমেক করবেন পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রযোজনার দায়িত্বে থাকবেন রানা সরকার । যদিও, পরে পরিচালক হিসাবে অরিন্দম শীলের নাম চূড়ান্ত হয় । বদলে যান প্রযোজকও । জানা গিয়েছে, অরিন্দমের সিনেমার প্রযোজনা করবে এসভিএফ ও ক্যামেলিয়া । যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর ।