বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সারেগামাপা খ্যাত জনপ্রিয় গায়িকা অবন্তি সিঁথি। লন্ডন প্রবাসী অমিত দে'র সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। জানা গিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর ঢাকার মিরপুরে তাঁদের আনুষ্ঠানিক বিয়ের আসর বসতে চলেছে।
সারেগামাপা-র প্রতিযোগি অবন্তি জানিয়েছেন, হবু বর অমিতের সঙ্গে তাঁর বেশি দিনের পরিচয় নয়। সাত-আট মাস আগে একটি গান করতে গিয়ে তাঁদের পরিচয় হয়। গানটি শেষ পর্যন্ত না হলেও তাঁদের বিয়েটা হচ্ছে।
আরও পড়ুন - 'Let us go then, you and I', সব জল্পনার ইতি, বিয়ের ছবি শেয়ার পরমের
তিনি আরও জানিয়েছেন, গত ১৩ বছর ধরে লন্ডনে থাকেন অমিত। সেখানে অ্যাকাউন্টিং পড়াশোনা শেষ করে ফিন্যান্স ফার্মে চাকরি করছেন। পাশাপাশি গানও করেন। অমিতের আসল বাড়ি সিলেটে।