২ ৩ জানুয়ারি মুক্তি পেয়েছে, রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'বিনোদিনী, একটি নটীর উপাখ্যান'... প্রায় ৫ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে এই ছবি বড়পর্দায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই ছবির জন্য দর্শকদের অপেক্ষা ছিল বহুদিনের। ছবির প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। বিনোদিনী দেখে কী বললেন অরিন্দম, সুদেষ্ণা, জনরা?