'দাদা'-র সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর । গত সপ্তাহেই কথা হয়েছিল ফোনে । অসুস্থ ছিলেন । কিন্তু, এত তাড়াতাড়ি যে খারাপ খবরটা এভাবে চলে আসবে, ভাবতে পারেননি অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen) । তিনি বাকরুদ্ধ । আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছেন, ওঁর মতো মানুষ এ পৃথিবীতে বিরল । উনি চলে যাওয়ার সঙ্গে আন্তরিকতাটাও যেন হারিয়ে গেল । ভারতীয় বিনোদন জগতের 'প্রদীপ' নিভে গিয়েছে । ভোররাতে মৃত্যু হয়েছে বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকারের (Pradeep Sarkar Dies)। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে টলিউড (Tollywood) ।
ঋদ্ধি এদিন আরও জানান, সেটে সবসময় বাংলায় কথা বলতেন পরিচালক । ওঁর সঙ্গে যাঁরা সেটে কাজ করতেন, সেই কাজ শেষের পর সে বাংলাও শিখে যেত । পরিচালকের সঙ্গে বেশ কিছু বিজ্ঞাপন ও ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে কাজ করেছেন ঋদ্ধি । পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা (Rituparna Sengupta) থেকে রুক্মিণীরা (Rukmini Maitra)। প্রসেনজিৎ টুইটারে লেখেন, 'হৃদয়বিদারক খবর । দারুণ স্টোরিটেলার এবং খুব ভাল মানুষ ছিলেন । মিস করব, ভাল থেকো প্রদীপ দা । পরিবার, বন্ধুদের প্রতি সমবেদনা ।' প্রদীপ সরকারের সঙ্গে দু'টো অ্যাড ফিল্মে কাজ করেছেন অভিনেতা । তার জন্য নিজেকে ভাগ্যবান মনে করেছেন অভিনেত্রী । টুইটে ঋতুপর্ণা লেখেন, "তুমি সবসময় আমাদের গর্বিত করেছ । খুব তাড়াতাড়ি চলে গেলে । পরিবারের প্রতি সমবেদনা রইল ।" এছাড়া, শোকপ্রকাশ করেছেন রুক্মিণী মৈত্র, জুন মালিয়া, রাইমা সেনরা ।
আরও পড়ুন, Pradeep Sarkar Dies : অজয় দেবগণ থেকে অভিষেক বচ্চন...প্রদীপ সরকারের প্রয়াণে শোকপ্রকাশ বলি তারকাদের