Tollywood : বৃহস্পতিবারের মধ্যে সদুত্তর না পেলে...বড় সিদ্ধান্ত পরিচালকদের, অচল হয়ে পড়বে টলিউড ?

Updated : Feb 06, 2025 14:06
|
Editorji News Desk

টলিউডের ভবিষ্যৎ কী ? স্টুডিওপাড়ায় যা পরিস্থিতি এখন সেই প্রশ্নই উঠছে । ফেডারেশন পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ তুলছে, পাল্টা অভিযোগ পরিচালকদেরও । সমাধান সূত্র মিলছে না কিছুতেই । ডিরেক্টরস গিল্ড জানিয়েছে, তাঁরা আলোচনায় রাজি । কিন্তু অভিযোগ, ফেডারেশনের তরফে কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না । বুধবার সন্ধেয় ডিরেক্টরস গিল্ডের বৈঠকের পর অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন, ফেডারেশনের কর্তা ব্যক্তিদের আলোচনার জন্য আহ্বান করা হয়েছিল । কিন্তু সাড়া পাওয়া যায়নি । অনির্বাণের বিস্ফোরক অভিযোগ, বারবার বুঝিয়ে দেওয়া হচ্ছে পরিচালকদের প্রয়োজন নেই । বৃহস্পতিবারের মধ্যে যদি ফেডারেশনের তরফে সদর্থক উত্তর না পাওয়া গেলে কর্মবিরতির ডাক দেবেন বলে জানিয়েছে ডিরেক্টরস গিল্ড ।

বুধবার সন্ধ্যায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেন সুদেষ্ণা রায়, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায়রা । তারপর সাংবাদিক বৈঠক করে অনির্বাণ জানান, "ফেডারেশনের আচরণ দেখে মনে হচ্ছে, আমরা যেন অপ্রয়োজনীয়। একই ভাবে পাশে পাচ্ছি না প্রযোজক, চ্যানেল কর্তৃপক্ষকে।" তিন পরিচালকের শুটিং কেন বন্ধ রাখা হল, তার প্রকৃত কারণ জানানোর অনুরোধ করা হয়েছে ফেডারেশনের কাছে । একইসঙ্গে প্রযোজকদেরও এগিয়ে আসার অনুরোধ করেছেন ।  

বছরের শুরুতেই প্রথম সমস্যায় পড়েন কৌশিক গঙ্গোপাধ্যায় । পরিচালকের সিনেমার শুটিং বন্ধ করে দেওয়া হয় । ফেডারেশনের বিরুদ্ধে তাঁকে ব্যান করার অভিযোগ ওঠে । টেকনিশয়ন লিস্ট নিয়ে কোনও সমস্যা ছিল বলে জানা গিয়েছিল প্রাথমিকভাবে । জানা গিয়েছে, যেদিন উত্তরবঙ্গে গিয়ে শুটিং করার কথা ছিল কৌশিকদের, আগের দিন ফেডারেশনের তরফে পরিচালককে জানানো হয় টেকনিশিয়ানরা তাঁর ছবিতে কাজ করতে পারছেন না । একই সমস্যা জয়দীপ মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও । তাঁর আগামী প্রোজেক্ট অচীন্ত আইচ-এর কাজও থমকে রয়েছে । তিনদিন হয়ে গেল, এখনও সৃজিৎ রায়ের নতুন সিরিয়ালের সেটের কাজ বন্ধ । টেকনিশয়নরা আসছেন না ।  কী কারণে তাঁদের সিনেমার শুটিং বন্ধ করা হল, তাঁদের অপরাধ কী জানেন না কেউই । 

এদিকে, সিরিয়ালের কলাকুশলীদের কপালেও চিন্তার ভাঁজ । কাজ করে তাঁরা সংসার চালান । সিরিয়াল বন্ধ হয়ে গেলে তাঁদের চলবে কী করে ! দ্রুত সমাধানের আশায় পরিচালক থেকে কলাকুশলীরা ।

Directors

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ