ভূত চতুর্দশীর আগের তিথিতে অর্থাৎ তৃতীয়ার দিন পালিত হয় ধনতেরাস। এদিন ঘরে ধন সম্পদ ভাগ্য ফিরিয়ে আনতে বিভিন্ন ধাতব জিনিস যেমন সোনা, রূপো বা বাসনপত্র কেনার চল রয়েছে। শনিবার ধনতেরাসে সমস্ত সোনার দোকানে চোখে পড়ার মতো ভীড় ছিল। টলিপাড়ার সুন্দরী অভিনেত্রীরাও ধনতেরাস পালন করলেন জমিয়ে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেবলীনা কুমারদের ধনতেরাসের সাজে দেখেছেন?
শুভশ্রী - টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শ্যুটিং এর কাজ সামলেও পুজো হোক, অন্যান্য আচার হোক শুভশ্রী তা পালন করতে ভোলেন না। ধনতেরাসে শুভশ্রীর পরনে কমলা রঙের লেহেঙ্গা। হালকা গোলাপী মেকাপে তার দিক থেকে চোখ সরানো দায়। সকলকে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
দেবলীনা কুমার- একেবারে সোনার সাজে নিজেকে সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। উত্তম কুমারের বাড়ির বউ বলে কথা, টলিউডে আগেভাগেই তাঁর অন্য কদর রয়েছে। এছাড়াও নিজের অভিনয়ের দক্ষতায় সকলের মন জিতেছেন তিনি৷ এদিন গোলাপি ভারী শাড়ি, আর সোনার গয়নায় সেজে সকলকে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়েছেন গৌরব পত্নী দেবলীনা কুমার।