অসুস্থ অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার অভিনেত্রীকে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি চিকিৎসাধীন। কিছুটা আগের থেকে সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন সৈরিতি। এই মুহূর্তে সান বাংলার ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকে কাজ করছেন তিনি। শ্যুটিংও বন্ধ অসুস্থতার কারণে।
Abar Pralay Trailer : সুন্দরবনে নাবালিকা পাচারের কিনারা করতে আসছে 'আবার প্রলয়', প্রকাশ্যে ট্রেলার
সৈরিতি জানান, এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। ছাড়া পেয়ে যাবেন সোমবার নাগাদ। পেটটা ভাল ছিল না, শরীরও ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল। সেই থেকেই ভয় পেয়ে যান তিনি। এখন যদিও পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক।