বলিউডের হবু মায়েদের নিয়ে চর্চার অন্ত নেই। কিন্তু টলিপাড়ার এই অভিনেত্রী আবার নিজের ব্যক্তিগত জীবনকে অন্তরালেই রাখেন। তাই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর তেমন ছড়ায়নি। শুক্রবার মা হয়েছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee)।
অভিনেত্রীর স্বামী অনির্বাণ বিশ্বাস (Anirban Biswas) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আজ নিউটাউনের একটি হাসপাতালে তাঁদের ফুটফুটে কন্যাসন্তানের জন্ম হয়েছে। এতদিন নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় দেননি বাসবদত্ত। ২০১৮ সালে বাসবদত্তা আর অনির্বাণের বিয়ে হয়।
Mithai: মোদক বাড়িতে মহা ধূমধাম! পালিয়ে বিয়ে করা বর কনের ধূমধাম রিসেপশনের অপেক্ষায় দর্শক
ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেছেন বাসবদত্তা। সমান তালে কাজ করেছেন ছোট এবং বড় পর্দায়। গানের ওপারে, শ্রাবণের ধারার মত, আসা যাওয়ার মাঝে তাঁর উল্লেখযোগ্য কাজ। টেলিভিশনে নেতাজি শেষ হওয়ার পর চলতি বছরে তাঁর কাজ খুব একটা দেখা যায়নি।