এখনও মুক্তি পায়নি পরিচালক শ্রীজাতের (Srijanto) প্রথম ছবি 'মানবজমিন'। এর মধ্যেই দ্বিতীয় ছবির পরিকল্পনা সেরে ফেলেছেন পরিচালক। কলেজ স্ট্রিট, ট্রাম লাইন নিয়ে এই ছবির গল্প।ছবির নাম 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন।'
পর্দায় জুটি হিসেবে দেখা যাবে সোহিনী সরকার (Sohini Sarkar) আর পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chattopadhahy)। অটোগ্রাফ সিনেমার 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন' এই জনপ্রিয় গান অনেকেরই শোনা। এবার নিজের লেখা এই গানের লাইন নিয়েই ছবি পরিচালনা করতে চলেছেন কবি শ্রীজাত। ছবিটি প্রযোজনা করবেন রানা সরকার।
বই পাড়া আর ট্রাম লাইন ঘিরেই কবি শ্রীজাতর এই নতুন ছবি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, পরমব্রত আর সোহিনী ছাড়াও এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র ট্রাম। এমনকি এতে একজন কবিও রয়েছেন বলে জানিয়েছেন শ্রীজাত।
বাংলা সাহিত্যে ট্রাম লাইন মানেই কবি জীবনানন্দ দাস। তবে, কি শ্রীজাতের এই ছবি জীবনানন্দ দাশকে নিয়েই? তেমনটা হলে মুখ্য চরিত্র পরমব্রতকে দেখা যাবে কবি জীবনানন্দ দাশের ভূমিকায়। যদিও এই বিষয়ে এখনই সবটা খোলসা করতে চাননি পরিচালক।
আরও পড়ুন- ছক ভেঙে স্রোতের বিরুদ্ধেই আজীবন, চতুর্থ প্রয়াণ দিবসে ফিরে দেখা মৃণাল সেনকে
এই ছবি নিয়ে একই রকম উত্তেজিত মুখ্য দুই অভিনেতা সোহিনী এবং পরমব্রত। এক সংবাদমাধ্যমকে সোহিনী জানিয়েছেন, প্রায় ৭-৮ বছর পর আবার পরমব্রতর সঙ্গে কাজ করবেন তিনি। যা নিয়ে খুবই উত্তেজিত। একই রকম প্রতিক্রিয়া পরমব্রতরও। সূত্রের খবর, আগামী বছরের মাঝামাঝি থেকেই ছবির শুটিং হবে।