আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ছবি 'দোস্তজি'র প্রশংসায় পঞ্চমুখ টেলিভিশন অভিনেতা প্রতীক সেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে টেলি অভিনেতা প্রতীক জানিয়েছেন এই ছবি দেখে মুগ্ধ তিনি।
প্রতীকের কথায়, ছবিটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। দুজন বন্ধু একে অপরকে দোস্তজি বলে সম্বোধন করছে যে সম্পর্ক অত্যন্ত মিষ্টি। এই ছবির প্রত্যেকটি ফ্রেমে সততা রয়েছে। গল্পের গাঁথুনি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্যামেরার কারুকার্য এবং পরিচালকের পরিচালনার দক্ষতায় ছবিটি একটি নতুন মাত্রা পেয়েছে। এছাড়াও প্রতীক ভিডিয়োতে বলেন, খুব শীঘ্রই সকলের জন্য থিয়েটারে মুক্তি পেতে চলেছে 'দোস্তজি'। সকলকে তিনি আবেদন জানান এই ছবিটি দেখার জন্য।
টলিপাড়ার তরুণ পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের 'দোস্তজি' ছবি দেখে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিবেদনে ১১ নভেম্বর দেশ জুড়ে মুক্তি পাচ্ছে এই ছবিটি। এক বন্ধুত্বের গল্প নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক প্রসূন। যে ছবি নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
ছবির দুই অভিনেতা আশিক (Ashik Shaikh) আর আরিফ (Arif Shaikh) ডোমকলের ভগীরথপুরের দুই খুদে, যারা গ্রামের বাইরে পা-ই রাখেনি কোনওদিন, অথচ এই ছবির মাধ্যমে জয় করে ফেলেছে গোটা বিশ্বের মন।