শুটিংয়ে চোট লেগেছিল। সেই ছবি প্রকাশ্যে আসতেই চিন্তায় ঘুম উড়েছিল অনুরাগীদের। অবশেষে অনুরাগীদের উদ্দেশে বার্তা দিলেন অভিনেতা দেব। জানালেন ভাল আছেন। সুস্থ আছেন। একই সঙ্গে দিলেন সুখবর। জানালেন, অনুরাগীদের জন্য চমক আসতে চলেছে পুজোতে।
বৃহস্পতিবার সকালে একটি পোস্ট করেন অভিনেতা দেব। যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চাকে কোলে জাপটে ধরে হাতে বন্দুক নিয়ে দৌড়াচ্ছেন দেব। যা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে এটি তাঁর নতুন ছবি 'বাঘাযতীন'-এরই কোনও দৃশ্য।
ছবির ক্যাপশনে লেখেন,'সবাইকে ধন্যবাদ ভালবাসা এবং শুভেচ্ছা জানানোর জন্য। আমি এখন ভাল আছি। এই পুজোয় আপনাদের সেরা সিনেমার অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি, আপনাদের ভাল লাগবে। ২০২৩-এর পুজোয় প্রেক্ষাগৃহে আসছে বাঘাযতীন।'