এবছর গত ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2022) । প্রত্যেকবারের মতো এবারও সাতদিনব্যাপী এই উৎসবে সামিল হয়েছে বহু মানুষ । আজ, ১লা মে চলচ্চিত্র উৎসবের শেষদিন (Last Day of KIFF 2022) । তার উপর আবার রবিবার, ছুটির দিন । সেক্ষেত্রে, শেষ দিনে যে ভালই ভিড় হবে, তা বলার অপেক্ষা রাখে না ।
চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ থাকে বিদেশি ছবি । বছরের অন্য সময়ে বিদেশি ছবি দেখার সুযোগ সবসময় হয় না । তবে চলচ্চিত্র উৎসব সেই সুযোগটাই এনে দেয় । তবে, এবছর চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ সত্যজিৎ রায় । সদ্য শতবর্ষ পার করে আসা সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছবি নিয়ে আলাদা সেগমেন্ট রয়েছে । সেখানে দেখানো হচ্ছে, 'পথের পাঁচালী', 'পরশ পাথর', 'শতরঞ্জ কে খিলাড়ি'-র মতো কালজয়ী সিনেমা ।
সত্যজিত রায় ছাড়া এবছর জন্মশতবর্ষে সম্মান জানানো হয়েছে চিদানন্দ দাশগুপ্ত এবং হাঙ্গেরির পরিচালক মিকলোস জাঁকোসকে । সম্মান জানানো হয়েছে সেইসব তারকাদের, যাঁরা আজ না ফেরার দেশে চলে গিয়েছেন । সেই তালিকায় রয়েছেন, দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্র ভাব, অভিষেক চট্টোপাধ্যায়, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ার । তাঁদের সিনেমা দেখানো হচ্ছে ।
এবছর চলচ্চিত্র উৎসবে মোট ২০০টি শো দেখানো হচ্ছে । নন্দনের তিনটি ও নজরুল তীর্থের দু'টি প্রেক্ষাগৃহ, এছাড়া রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন ও ওকাকুরা ভবনে শোগুলি দেখানো হচ্ছে । তাই আর দেরি করবেন না । চলচ্চিত্র উৎসবের শেষদিনে সামিল হন আপনিও ।