আজ বাঙালির নতুন বছর (Bengali New Year)। ১৪২৮ পেরিয়ে ১৪২৯ এ পা রাখলাম আমরা। এপার বাংলা, ওপার বাংলা মিশে গিয়ে অপার বাংলার বাঙালি মেতে উঠবে উৎসবে৷ অতিমারীর কালো মেঘ পেরিয়ে দীর্ঘ দু'বছর পর বাংলায় নববর্ষের (Bengali Naba Barsho) চেনা আমেজ।
গত কয়েকবছর ধরে বাংলাদেশের (Bangladesh) মতো কলকাতাতেই পয়লা বৈশাখ আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার (Mongal Sobhajatra)। বর্ণাঢ্য মুখোশ পরে, রণ-পা চড়ে, গান-কবিতা-পথনাটকের ডালি সাজিয়ে অসাম্প্রদায়িক বাঙালি চেতনায় নতুন বছরকে স্বাগত জানান অসংখ্য মানুষ।
গৃহস্থের রান্নাঘরে আজ যেন একটু এলাচের গন্ধ, দুধ জাল দেওয়া হচ্ছে। পায়েস হবে। দুপুরের খাওয়ায় কারোর বাড়িতে এলাহি আয়োজন। কোথাও হয়তো সাধ্যে কুলোবে না ততটা, কিন্তু আন্তরিকতায় ঘাটতি থাকবে না।
শবনমদের বাড়ি সিমুই হলে এক বাটি ঠিক চলে আসবে রানুদের বাড়ি। ঝুপড়ির ঘরটায় আজ উনুন থেকে বেশি ধোঁয়া উঠবে, হ্যাঁ মুগ ডাল ফোড়নের গন্ধে ভরে যাবে চারপাশ।
আসলে অতিমারীর দুটো বছর আমাদের শিখিয়েছে, বেঁচে থাকাটাই তো উদযাপন। বছরের প্রথম দিন। নতুনের শুরু। কত আশা, কত স্বপ্ন-যত্ন-ভালোবাসায় ভরিয়ে রাখতে চায় মানুষ আগামীর দিনগুলো।