মন কেমন, বা প্রেম, দুঃখ কিংবা বেজায় আনন্দ সব রকম পরিস্থিতিতেই গত প্রায় এক দশকের বেশি সময় ধরে বাঙালি তথা দেশবাসীর কাছে অন্যতম প্রিয় ওষুধ অরিজিৎ সিং-এর গান। ২০০৫ সালে ফেম গুরুকুল নামের একটি রিয়েলিটি শো দিয়ে বলিউডে অভিষেক অরিজিৎ-এর, তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। নিজের কণ্ঠের জাদুতে হিন্দী, বাংলা দুই ভাষাতেই শ্রোতাদের কয়েকশো মন ভালো করা গান উপহার দিয়েছেন অরিজিৎ। এবার তাঁর শ্রোতাদের জন্য রইল আরও বড় সুখবর।
এবার RPSG গ্রুপের কোম্পানি সারেগামা সংস্থা হাত মেলাচ্ছে অরিজিৎ-এর সঙ্গে। সারেগামার ব্যানারে অরিজিৎ-এর কণ্ঠে শোনা যাবে হিন্দী ও বাংলা মৌলিক গান। এই সুযোগ পেয়ে গায়কও যারপরনাই খুশি। অরিজিৎ এই প্রসঙ্গে বলেছেন, “আমি সবসময়ই আমার শ্রোতাদের বৈচিত্র্যময় নতুন নতুন গান উপহার দিতে চাই। ভারতের প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ ‘সারেগামা’ ব্যানারের অংশীদার হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।” ‘সারেগামা’-র সঙ্গে তাঁর শৈশবের একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে বলে জানান অরিজিৎ। সারেগামার সঙ্গে একযোগে কাজ করতে আর অপেক্ষা করতে পারছেন না তিনি।
এই প্রসঙ্গে সারেগামা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিক্রম মেহরা জানান, “অরিজিৎ এর মতো প্রতিভাবান শিল্পীকে পেয়ে আমরা গর্বিত। সারেগামা সর্বদা তার ভারতীয় এবং বিশ্ব শ্রোতাদের কাছে সেরা সঙ্গীত পৌঁছে দিতে চায়।” তিনি আরও জানান, তারা এমন কিছু গান তৈরী করতে চান যা আগামী প্রজন্মের কাছেও কখনও পুরনো হবে না।