রাত পোহালেই বিয়ে ছোটপর্দার দুর্গা মানে অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen Wedding)। সব আয়োজন সাড়া। ঘটা করে এনগেজমেন্টও হয়ে গিয়েছে আগেই। ডি-ডে'র আগে এক নজরে দেখে নেওয়া যাক হবু কনের শৈশব, কৈশোর কেমন ছিল, তার দিকে।
অভিনেত্রীর বড় হওয়া ভবানীপুরে। পড়েছেন ইউনাইটেড মিশনারি স্কুলে। পড়াশোনায় বেশ ভালোই ছিলেন। সাইকোলজিতে স্নাতক পাশ করেন আশুতোষ কলেজ থেকে, তারপর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে স্নাতোকত্তর অ্যাপ্লায়েড নিয়ে।
Sandipta Sen Engagement: 'মন একে একে দুই...' ভালবাসার মরসুমে আংটি বদল, এখন থেকে 'এনগেজড' সন্দীপ্তা
ভাববেন না, অভিনেত্রী বিনোদন দুনিয়ায় আসার পর বাকি সব নেশা, সখ বিসর্জন দিয়েছেন। উচ্চশিক্ষাকে কাজেও লাগিয়েছেন অভিনেত্রী। এখনও নিয়মিত কাউন্সেলিং করান অভিনয়ের পাশাপাশি।