নিজের বাড়ির রান্নাঘরে পড়ে গিয়ে মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হলেন বলিউড অভিনেতা অখিল মিশ্র। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। অভিনেতার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী সুজেন বার্নার্ট।
উচ্চরক্তচাপ জনিত সমস্যার জন্য অভিনেতার শরীর কিছুটা দুর্বল ছিল, রান্নাঘরে একটি টুলের ওপর বসে কাজ করতে করতে পড়ে যান তিনি। রক্তে ভেসে যায় তাঁর দেহ। অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।
আমির খান অভিনীত 'থ্রি ইডিয়টস' ছবিতে লাইব্রেরিয়ানের চরিত্রটি অখিল মিশ্রের অভিনয়ের কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ। এছাড়া 'হাজারো খোয়াইশে এইসি', 'ওয়েলডান আব্বা', ডন ছবিতেও তাঁকে মনে রেখেছে দর্শক।