সারা বছরই বাংলা ছবির মুক্তি নিয়ে উন্মাদনা থাকেই, কিন্তু পুজোর সময় সেই উন্মাদনা বেড়ে যায় কয়েক গুণ। তেইশের পুজোয় প্রায় সব বড় প্রযোজনা সংস্থাই আসছে বড় বাজেটের ছবি নিয়ে।
এসভিএফ-এর তুরুপের তাস সৃজিত মুখোপাধ্যায়। এই প্রথম বাংলায় মাল্টিভার্স কপ সিনেমা বানাচ্ছেন সৃজিত। তারায় ভরা সে ছবিতে কে নেই।
দেবের প্রযোজনা সংস্থা আনছে 'বাঘাযতীন'। নাম ভূমিকায় দেব নিজেই অভিনয় করবেন।
Aditi Munshi: ছোট পর্দায় অদিতি মুন্সী, শোনাবেন কৃষ্ণকথা, কালীকথা
একই সময় ক্যামেলিয়া এবং স্যরিন্দর ফিল্মসএর ব্যানারে মুক্তি পাচ্ছে 'জঙ্গলে মিতিন মাসি'। অরিন্দম শীলের পরিচালনায় অভিনয়ে কোয়েল মল্লিক।
কোন ছবির জন্য দর্শক কতোটা মুখিয়ে, তা তো বলবে সময়ই।