একের পর এক ছবিতে নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন দেব। টনিক, কিশমিশ, প্রজাপতি, ব্যোমকেশ, গোলন্দাজ, প্রধান, ...তালিকা ক্রমশ লম্বা হচ্ছে, কোনও ছবির সঙ্গে কোনও ছবির মিল নেই। নানা শেডের চরিত্র নিয়ে একরকম খেলছেন বলা যায় দেব (Dev)। এরই মধ্যে কানে আসছে 'চাঁদের পাহাড় ৩ ' (Chader Pahaar 3) এর কথা। চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, দুটিই দারুণ বক্স অফিস সাফল্য দিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিতে।
আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে দেব-কমলেশ্বর জুটি ফিরছে 'চাঁদের পাহাড় ৩' এর হাত ধরে, প্রযোজনায় এসভিএফ। প্রথমবার শঙ্কর বেরিয়েছিল আফ্রিকায়, পরেরবার অ্যামাজনে, সব ঠিক থাকলে শঙ্কর এবার যাবে সাইবেরিয়া অভিযানে।
গোয়েন্দারাজের বাংলায় আরও এক নতুন মুখ! টলিউড এখন ডিটেকটিভদের আঁতুড় ঘর
কিন্তু চাঁদের পাহাড় -৩ এর খবরে এখনও সিলমোহর দেননি কেউই। মুখে কুলুপ দেব-কমলেশ্বর দু'জনেরই।