ফের কলকাতায় উঠতি অভিনেত্রীর রহস্য মৃত্যু। ২১ বছরের সুস্মিতা দাস , নামের ওই যুবতী পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। কলকাতায় হরিদেবপুরে একটি বাসা ভাড়া করে ওই অভিনেত্রী থাকতেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁর অভিনয়ের শিক্ষক সুস্মিতার ঘরে এসে দরজা খুলে ঝুলন্ত দেহ দেখতে পান বলে খবর।
সঙ্গে সঙ্গে অভিনেত্রীর বাড়িওয়ালা পুলিশে খবর দিলে,পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্তে নেমে একটি সুইসাইড নোট-ও উদ্ধার করেছে পুলিশ। যেখানে তাঁর অভিনয় শিক্ষকের নামের উল্লেখ করে বলা হয়েছে, ‘সঞ্জয় নস্করের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে। অভিনয়ের প্রলোভন দেখিয়ে একাধিক মেয়ের জীবন নষ্ট করেছে।’ ঘটনার তদন্ত চলছে।